সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

শীত বৃষ্টির কবিতা / অলোক কুন্ডু

অকারণ জল দামাল হতেই বেঘোর শীতের ঝটকাতে সাদা ওয়াড়ের ভিতর জুড়ে কুসুম হলুদ তাপের মিল কোথাও কোথাও উড়ছে রাম কোথাও দেশি হেঁচকিতে কোথাও ফিরতে এখনও রাত কষছে মাটন ডেকচিতে এখনও কারো সন্ধে হলো এখনও শীতে জমছে হাত হঠাৎ শীতের শীতল করা উনুন জুড়ে উড়ছে তাপ হাতে গরম ভাজাভুজির কদর এত জানতো ভাইব্রেশনে সিলেক্ট করা ভোরের আকাশ কম্পমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...