বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

অলোক কুন্ডু-র কবিতা : পিঙ্ক

অমিতাভজির ডায়লগ শুনে
সেই থেকে বড় একা হয়ে গেছি পুরুষে
পিঙ্ক সিটি গিয়ে সেই রঙ নিয়ে
গাট্টুর ব্রাশ ভিজিয়ে ভিজিয়ে
আলমারি খুলে তোমার ভ্রুতে জম্পেস চেয়ে
দেখেও দেখিনি আহা দেবযানী
খোঁজাখুঁজি তবু করেছি ।
ঠোঁটের হেঁয়ালি তখনও বুঝিনি
থেকে থেকে হয়েছি খেয়ালি
ফানুসে ফানুস আকাশও দেখেছে দেওয়ালি ।
ঝাড় খাওয়া নোট হাজারে হাজারে
গুলাবী গ্যাঙের কামিজের ভাঁজে
বেরতে থাকলো যখন
ঠিক তখনই স্টুডিও পাড়ার কোর্টঘর থেকে
ভরাটি গলায় অমিতাভজি
বললেন ঝেড়ে কেসে
এই ব‌্যাটা শোন বড় বদমাস
পিঙ্ক রঙা নোট বদলের আগে
পিঙ্ক দেখে নিলে ভালো করতিস- বেটার
মেয়েদের একটু সম্মান করা
লহমায় শিখে নিতিস
অথচ আমার দোষ নেই এতে
যত বলি সে কথা শোনেননা তিনি
সে কথা তুমি তো জানো দেবযানী
মিঠা আতরে মাখামাখি
যত বিরিয়ানি টেস্টে তবু দু হাজারি রঙ
করলার মতো তিতকূটে আজ দুনিয়ায়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...