রবিবার, ২৫ জুন, ২০১৭

অলোক কুন্ডুর কবিতা :: Poetry of alokkundu1302

দুটো উৎসবের দেখা হবেনা কোনোদিন
অলোক কুন্ডু

একেই তোমরা আমার মহান ভারত বলো
ইস্ কি লজ্জা গো আমার ভারতবর্ষ
কোনো রাস্তায় দুটো শোভাযাত্রার দেখা হবেনা কখনো
পুলিশ পাহারায় আমাদের উৎসব পেরোতে থাকবে পথ
সত্তর একাত্তর এইভাবে একদিন শতবর্ষও পার হবে ।

খুশি আর আনন্দ ধর ওদুটো নাম
দুটো শিশুর নাম যে কেউ দিতে পারে
দুটো ধর্মের অনুশাসন আলাদা হতে পারে
ধর্মের পৃথক আচরণে রক্তের রঙ যদি বা বদলায়
শিশুদের কি দোষ বল
এক রাস্তায় ওদের হাত ছেড়ে দিয়ে একবার দেখ
সকলের ভুল ভেঙে যেতে পারে হয়তো ।

কিসের তবে মিথ্যে শ্লোগান শেখালে আমায়
মেরা ভারত মহান
প্রধানমন্ত্রীর ছবি সহ দেওয়াল থেকে খবরের কাগজে
আমিও তো মেনে নিয়েছিলাম ।
তবু দুটো শোভাযাত্রার দেখা হবেনা কখনো
ভারতের অটুট বন্ধন শুধু কি তবে-- কথার কথা ?

দুটো ভিন্ন সংসার এসে মিশে যেতে পারে একটা বংশে
দুটো নদীর সঙ্গমস্থল আমাদের টেনে নিয়ে যায় কতদূর
একটা পর্বতের শিখরে দুটো দেশ থেকে ওঠা যায়
আমরা জানিনা কার জন্যে রক্ত দান করি
কত গুরু-শিষ্য ধর্ম দেখেনি কোনো দিন
তবু দুটো ধর্মের উৎসবে বসাতে হয় পাহারা
তোমরা এই ভারতবর্ষকে বলো সূর্যের নাম
ইস্ কী লজ্জা কী লজ্জা
তবু দুটো উৎসবের দেখা হবেনা কোনোদিন

এসো আমার মৃতদেহ পেতে রেখেছি এখানে
যারা নেল পলিশ খুঁটছে বা পরছে
যারা বাজার বা মেলায় আছে
যারা শ্রমিক যারা কৃষক যারা বেকার
মাড়িয়ে যাও আমাকেও
তবু পুলিশের পাহারায় খুশি আর আনন্দকে রেখোনা
একবার অন্তত এক রাস্তায় ওদের ছেড়ে দাও ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...