দুটো উৎসবের দেখা হবেনা কোনোদিন
অলোক কুন্ডু
একেই তোমরা আমার মহান ভারত বলো
ইস্ কি লজ্জা গো আমার ভারতবর্ষ
কোনো রাস্তায় দুটো শোভাযাত্রার দেখা হবেনা কখনো
পুলিশ পাহারায় আমাদের উৎসব পেরোতে থাকবে পথ
সত্তর একাত্তর এইভাবে একদিন শতবর্ষও পার হবে ।
খুশি আর আনন্দ ধর ওদুটো নাম
দুটো শিশুর নাম যে কেউ দিতে পারে
দুটো ধর্মের অনুশাসন আলাদা হতে পারে
ধর্মের পৃথক আচরণে রক্তের রঙ যদি বা বদলায়
শিশুদের কি দোষ বল
এক রাস্তায় ওদের হাত ছেড়ে দিয়ে একবার দেখ
সকলের ভুল ভেঙে যেতে পারে হয়তো ।
কিসের তবে মিথ্যে শ্লোগান শেখালে আমায়
মেরা ভারত মহান
প্রধানমন্ত্রীর ছবি সহ দেওয়াল থেকে খবরের কাগজে
আমিও তো মেনে নিয়েছিলাম ।
তবু দুটো শোভাযাত্রার দেখা হবেনা কখনো
ভারতের অটুট বন্ধন শুধু কি তবে-- কথার কথা ?
দুটো ভিন্ন সংসার এসে মিশে যেতে পারে একটা বংশে
দুটো নদীর সঙ্গমস্থল আমাদের টেনে নিয়ে যায় কতদূর
একটা পর্বতের শিখরে দুটো দেশ থেকে ওঠা যায়
আমরা জানিনা কার জন্যে রক্ত দান করি
কত গুরু-শিষ্য ধর্ম দেখেনি কোনো দিন
তবু দুটো ধর্মের উৎসবে বসাতে হয় পাহারা
তোমরা এই ভারতবর্ষকে বলো সূর্যের নাম
ইস্ কী লজ্জা কী লজ্জা
তবু দুটো উৎসবের দেখা হবেনা কোনোদিন
এসো আমার মৃতদেহ পেতে রেখেছি এখানে
যারা নেল পলিশ খুঁটছে বা পরছে
যারা বাজার বা মেলায় আছে
যারা শ্রমিক যারা কৃষক যারা বেকার
মাড়িয়ে যাও আমাকেও
তবু পুলিশের পাহারায় খুশি আর আনন্দকে রেখোনা
একবার অন্তত এক রাস্তায় ওদের ছেড়ে দাও ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন