আকাশ ভেঙেছে / অলোক কুন্ডু
দু হাত দিয়ে গাল ধরেছে সে
ঠোঁটের কথা পড়তে চেয়েছে
তখন ছিলনা মোটেও শ্রাবণ মাস
তবুও যেন আকাশ ভেঙেছে ।
আজ কিন্তু সত্যি বৃষ্টি হলো
জল জমলো পিচ রাস্তার মোড়ে
দু হাত দিয়ে গাল ছুঁলোনা কেউ
ছাতার নীচে ঠোঁট শুকিয়েছে
© অলোক কুন্ডু
( Translated by Miss Lopamudra Dey ,JRF)
His two hands touched her cheeks
Trying to read her expensive lips
Then it was not the month of Shraban
But still the rain showered in.
Today it rained heavily
Water got collected at the pitched-road
crossing
His hands did not touch her cheeks
Her parched lips waiting under the shade of
umbrella .
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন