বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

মমতা ব্যানার্জীকে বহিষ্কারের প্রামাণ্য তথ্য ১৯৯৭


⛔ এটা ২৮ ডিসেম্বর, ১৯৯৭-এর 'বর্তমান' খবর কাগজ। বরুণ সেনগুপ্ত'র আগাগোড়া ১০০% সমর্থন তখন। জিতেন্দ্রপ্রসাদ এসে সোমেন মিত্রকে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন কলকাতায়। মদন মিত্র তখনও সোমেন মিত্রর এক নম্বর সহযোদ্ধা। একা পঙ্কজ ব্যানার্জী এম এল এ, তৃণমূলের সবকিছু সামলান তখন। ক'দিন আগে কংগ্রেসের হাইকমান্ড বহিষ্কার করেছেন মমতা ব্যানার্জীকে। কংগ্রেসের অনেক এম.এল.এ-এর তখন কোনও সাড়াশব্দ নেই। সঙ্গে আর আছেন হুগলির খন্দকার। তখন তামিলনাড়ুর মুপানারের নাম প্রসঙ্গে ঘোরাফেরা করছে কেননা তিনিও কংগ্রেস থেকে বেরিয়ে আলাদা দল করেছিলেন এবং কংগ্রেসকে ভুগিয়েছিলেন... ( চলবে) ©® অলোক কুন্ডু

©® অলোক কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...