শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮

Poetry of Alok Kumar Kundu ( অলোক কুন্ডুর কবিতা)

তাঁরা এখন মুক্তি চায় / অলোক কুন্ডু

এক যে ছিলেন স্বামীজি
আর এক সুভাষচন্দ্র
সারাভারতে শিখিয়ে গেছেন
বিবেক মহামন্ত্র ।।
আমার সুভাষ আমার বিবেক
কোথায় এখন চাইতে যাই
তাঁদের কথা বলতে গেলে
বলবে তুমি বলতে নাই ।।
মুখে যত‌ই আঁটছি কুলুপ
ভালোবাসাও জুটছে খুব
এই দুনিয়ায় এটাই নিয়ম
ততই আমার খুলছে রূপ ।।
ধূপ-ধুনো আর ফল-ফুলেতে
ভক্তি শুধুই প্রচার চায়
সত্যি-মিথ্যে খাতা কলমে
দিনগত পাপক্ষয় ।।
ফুলমালাতে জন্মদিনের
চিন্তাগুলো চিৎকারে
মিলিয়ে যায় তাঁদের বাণী
এক নিমিষেই ফুৎকারে ।।
দেশ ভক্তির দুই ঈশ্বর
শুধুই থাকেন মূর্তিতে
বিবেক মুছেই ভারত মহান
মদ-মোচ্ছব-ফু্র্তিতে ।।
এমন তাঁদের দেশ ছিলনা
মানুষগুলো বদলে যায়
স্বামীজি আর সুভাষচন্দ্র
এদেশ থেকে মুক্তি চায় । ।
© অলোক কুন্ডু

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...