বুধবার, ৯ নভেম্বর, ২০১৬

অলোকের লেখালেখি

জাতীর জনক গান্ধিজী সব সময় হাওয়ার পক্ষে
সিদ্ধান্ত নিতেন অর্থাৎ দেশের জনগন আগেই
তার প্রেক্ষাপট তৈরি করে রাখতেন । গান্ধিজীর
সিদ্ধান্ত হীনতার জন‌্য সু্ভাষচন্দ্রকে সরে যেতে
হয় । তৎকালীন পূর্ব বাংলায় গান্ধিজীর বিরুদ্ধে
স্লোগান পর্যন্ত উঠেছিল । নেহরুর কোনো
সিদ্ধান্তই আর বেঁচে নেই । রাশিয়ার পরামর্শ
ছাড়া এক পাও চলেননি ।  ইন্দিরা গান্ধীর
অনেক সিদ্ধান্ত খুব ভালো থাকলেও তাঁর বিড়লা
ভক্তি ও শিল্পপতিদের কালো টাকার সঞ্চয় বৃদ্ধি
ঘটে ।  রাজীবজী ইন্ডিয়াকে বাজার চেনান ।
শিক্ষার উন্নতি ঘটান ।  শিক্ষার ও একই সঙ্গে
মোবাইল বাজারের ফলে পয়সা বেড়ে যায় ,
এই চেতনা আরও টাকা চেনার কৌশল শেখায় জনগণকে । তার আগেই বেচারা সঞ্জয় গান্ধী
মারুতি গাড়ি আনার চেষ্টা করেছেন আর
পরিচ্ছন্ন শহরের কথা ভেবেছিলেন । নরসিমা
রাও এসে বদলে দিলেন ভারতের অর্থনীতির
বিপর্যয়,  এত দিনকার নেহরুর বস্তাপচা
অর্থনীতি ছুঁড়ে ফেলা হলো । মনমোহন
সিংজী সরকারী কর্মচারির বেতন বৃদ্ধি
ঘটিয়ে উন্নত সমাজ ও ক্রয় ক্ষমতার বৃদ্ধি
করে এক যুগান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন ।
ইতিপূর্বে রাজীব গান্ধী বফর্স দিয়ে ভারতকে
শক্তিধর রাষ্ট্র তৈরি করে গে​ছেন । কিন্তু
নরেন্দ্র মোদিজীর এই সিদ্ধান্ত ঐতিহাসিক
এবং মস্তবড় বুকের পাটা দরকার ছিল ।
কেননা এই সিদ্ধান্ত নেওয়ার জন‌্য দেশের
জনগণ পাশে থাকবে না । রাজনীতিকরা
সম্পূর্ণ বিপক্ষে। তার ওপর আনাড়ি ও
সবজান্তা নাগরিক,  লাখপতি-কোটিপতি
ব‌্যবসায়ীরাও বিপক্ষে থাকবে ।  তবে
গরীব ও মধ‌্যবিত্তদের এতে লাভ-ক্ষতি
কিছুই নেই ।  কিন্তু এই সিদ্ধান্তে এরাই
বেশি লাফাচ্ছেন কেন তারা সেটা তারা
নিজেরাও জানেননা । এত কঠিন এত
ভয়ঙ্কর এত দুনিয়া কাঁপানো সিদ্ধান্ত
ভারতে ইতিপূর্বে আর কোনো জননেতা
নিতে পারেননি । এই সিদ্ধান্তের সমালো-
চকদের ভবিষ‌্যতে মুখ পুড়বে ।  এখন
সময় ঠান্ডা মাথায় সব দেখে যাওয়া
ছাড়া আমাদের ক্ছিু করার নেই । এর
সাকসেসের ওপর নরেন্দ্র মোদিজীর
সম্রাট অথবা ভিখারির আসন অপেক্ষা
করছে ।  আমার অভিমত সমস্ত
রাজনৈতিক দলেরা এখন কিছুদিন
সিদ্ধান্ত হীনতায় ভুগতে থাকবে  কারণ
এই ডামাডোল এক সপ্তাহেই অনেকটা
মিটে যাবে ।  আরও নতুন কিছু ছাড়ের
ঘোষণা ব‌্যবসায়ীদের জন‌্য অপেক্ষা
করছে মনে হয়.... সবই অনুমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...