নববর্ষ ১৭
সুখেদুখে এই আমার
তোমাকে স্বাগত জানানো বার বার
রাতের আকাশও হবে আজ
আলোয় রাঙানো মুচমুচে ।
মা'র গড়া রুটি, খেঁজুরের গুড়
সে সব ভুলেছি আজ কেকে
নিউইয়ার আসে বার বার
ঋণগুলি আজও পুষি বুকে ।
পুরনোকে বিদায়ের পালায়
চির নতুন উজল আলোয়
সত্যের মতো করে আজও
তবু অন্ধকার থেকে যাবে জানি ।
নিষ্ঠুর যে সেও যেন বাতিদানে
বিবেকে জ্বালায় আজ আলো
আমি যাকে দুঃখ দিয়েছি কাল
তার কাছে ক্ষমা চাই আজ ।
যে বালিকা অন্ধ চিরকাল ধরে
তবু সে হাসি দেবে আমায়
আলো জ্বলা নবীন সময়ের কাছে
ঋণ আমার শুধু বেড়ে যাবে ।
নববর্ষ সাক্ষী থেকো আজ
সবার কাছে পাঠিও এই কথা
স্বাগত তোমাকে সতের
সুখেদুখে এবছর এবাড়িতে থেকো ।
© অলোক কুন্ডু