নেমে আসছে শীত আরও শীত / অলোক কুন্ডু
অন্ধকারসমূহ মায়া মাখতে শুরু করতেই
মেয়েটির একমাথা চুলে উড়তে লাগলো
অবিকল পশমের মতো ।
রাতের শিশির মাখলো যে বাতাস
সে স্পষ্ট জানতে পারলো ছেলেটির মুখমন্ডল
হীমের পশম তার অবিরত ক্ষমতা বাড়ায়
ঘনতর নীল জলের চৌদলে দুলছে যে চাঁদ
সেও জানে খেলার লুকোচুরি অবিকল
অন্ধকার ছায়ার অন্তরাল থেকে ক্রমশ ঘন হওয়া
যে চিকনের কারুকাজগুলি আলাপে আলাপে
অতি কাছে নূপুরের শব্দের মতো লাগে
এখন তা নিঃশ্বাসের দাপট নিয়ে
নদীর শব্দের চেয়েও তীব্রতর হতে চায়
মেয়েটির মাথা ছোঁয়া খেয়ালি নিঃশব্দ কাঁধে
চুপিচুপি নেমে আসছে শীত আরও শীত
নদীপার জানে শুধু কতখানি তাপ কার কাছে
ধীরে ধীরে সফকৎ আমন আলীর গজলের
একই শব্দ বার বার বার বার বয়ে চলেছে নদী ধরে ।
© অলোক কুন্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন