মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭

POETRY OF ALOK KUNDU :: অলোক কুন্ডু-র কবিতা

সেলাম সুভাষ নীতি / অলোক কুন্ডু

কারাগারে যত গেছেন সুভাষ
নদীতে বেড়েছে স্রোত
বিদেশী জিনিস "আগুনে পোড়াও"
বেড়েছে আমার বোধ
এদেশের এই " পাঁক-রাজনীতি "
তাঁকেও দেয়নি মাটি
দেশবন্ধুর স্নেহের সুভাষ
অপমানে তবুও খাঁটি  ।
যতবার পড়ি গান্ধি তোমাকে
বিষ যেন পান করি
সেই হলাহলে পুড়ে যায় আমার
জীবনের পরমায়ু
ভেতরে ভেতরে ব্রিটিশ ভজনা
সুভাষ নীতিতে জল
সুভাষ হঠাও ভারত বাঁচাও
-- এ তোমার বড় ছল
যতীন দাসের প্রাণত্যাগে
খাটো করেছিল --চুপ
ক্রিমিনাল বলে ধুয়ো তুলেছিলে
এমনি তোমার রূপ
সুভাষ নীতিকে পুড়িয়ে দিয়েছো
হায় রাম হায় রাম !
পূজনে আমার সুভাষচন্দ্র
এক বীর সুবহ- শাম ।
সেলাম যদি করতেই হয়
সেলাম সুভাষনীতি
গীতার শিক্ষা কাজ যদি না দেয়,
সে কেমন তবে গীতি ।
© অলোক কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...