পলাশকে ভালোবাসি বলে / অলোক কুন্ডু
পলাশকে ভালোবাসি বলে
গোলাপ পাঠাতে পারিনি কাল
আসলে পাঠাতে চেয়েছিলাম কথা
কথাও পাঠানো হলো না ।
কথা কি বোঝানো সহজ
সত্যতা বোঝাতে যদি না পারি
ফুলও কি পাঠানো সহজ
যদি না পাঠাতে পারি কথা ?
অনুভব পাঠাতে পারিনি বলে
কথাও পাঠাতে পারিনি কাল
আসলে পাঠাতে পারিনি কোনো সত্য
তাই গোলাপো পাঠানো হলো না ।
পলাশকে ভালোবাসি বলে
গোলাপও পাঠানো হলো না
অনুভবও পাঠাতে পারিনি কাল
সত্যতা বোঝাতে যদি না পারি
তাই গোলাপ পাঠাই নি কোনো ভুলে
তবু ফুলগুলি ছিলতো হাতেই
তবে ফুলগুলি রাখবো কোথায়
আঁধারে কি ফুল রাখা যায়
আঁধার তো সব কিছু বোঝে
সব ফুল রেখেছি আঁধারে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন