শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

Poetry of Alokkundu1302@ :: অলোক কুন্ডুর কবিতা

কবিতা চলবে এইভাবে / অলোক কুন্ডু

দিনান্তের অতীতগুলি ক্রমশ পাল্টে গেলে
কে যেন ছড়িয়ে যায় ফসফরাস আলো
দ্রুতগামী ট্রেন থেকে শ্রমজীবী নামে ওঠে
অনায়াস অন্ধকারে ঢেকে যায় সবুজাভ ॥
এইসব পর পর ঠিকঠাক নিপুণ সাজানো
রিয়ার অ্যাঙ্গলে পেরিস্কোপের চাঁদ ভাসে
জলের কিনারা থেকে উঠে আসে চন্দন
স্যাটেলাইট থেকে শোনা যায় অভ্রান্ত ধ্বনি ॥
তখনও আমার সমান অস্তিত্ব বেঁচে থাকে
তারপর আরও অন্ধকার রুদ্ধশ্বাস যখন
পর্যাপ্ত আতর সঞ্চয় করে আমার ভেতর
তখন মানুষের মধ্যপন্থায় জীবনের বাঁক ॥
সেইভাবে তৈরি থাকেনা বাকিটা জীবন
পর জীবনে আড়িপেতে সংগৃহীত হয় যে ভষ্ম
পরিচিতিগুলো বাঁধানো হয় তার সমস্ত লিখণে
পুড়তে থাকে ত্রুটিগুলি দ্রুতগামী তেজে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...