মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

অলোক কুন্ডুর কবিতা ::: Poetry of Alok Kundu

এখন যখন খেলতে ইচ্ছে যায়
অলোক কুন্ডু ©

এখন যখন খেলতে ইচ্ছে যায়
পায়ের নীচে নূপুর বাজে জলের
সত্যি বলছি একটা পাহাড় দূরে
সারেঙ্গিতে সুর ভাঁজে সে রোদ্দুরে
আরও দূরে যেই ভেবেছি তখন
মেঘের কাছে অমনি জলের সই
পায়ের নীচে মাতাল দামাল ঘাস
খেলতে এসে আহ্লাদে আটখানা
ইচ্ছে করে জলের পথে নৌকো ধরি
একটা লাঠাই তেপান্তরের মাঠে
কটা ছেলে ছুটছে তারা হুহু করে
একটা ঘুড়ি জুড়ছে সুতো মায়ায়
চোখ বুজলে দূরের পাহাড় চূড়ো
খেলত আসে আমার কাছে অমনি
তখন আমার আশপাশটায় মেঘ
ঘূর্ণিজলে জলতাড়া গান গাইছে
মাছেরা তখন ঘুমিয়ে পড়ে সব
একটা আকাশ গাছগাছালির ফাঁকে
দূরে তখন আঁকা পথে বনের মধ্যে
ছায়া পেতে দিব্যি ঘুমোয় সত্যি
যেই ভেবেছি পায়ের পাতায় জল
চোখের কোনে সে জল দেখি স্বপ্নে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...