GTS এ মধ্যবিত্তর লাভ বেশি এবং জিটিএস
রিটার্ন দাখিল না করে আর ব্যবসা করা যাবেনা
এক কথায় বিলহীন ব্যবসার সমাপ্তি
*******************************
যদিও সরকার -" ওয়াররুম " চালু করেছে
তবু বলবো জানিনা কীসের ভিত্তিতে GTS
বুঝবো কোন লোকটা ঠিক বলছে । দোকানে
গেলে এখনই ব্যবসায়ীরা যেভাবে লাফাচ্ছে তখন
তো তিন ডবল লাফাবে তখন আমরা পাতি
জনগণ কী করবো ?! কীভাবে বোঝা যাবে
যে দেশে কোনো দোকান বিল দেয়না । আমি
বেশ কিছু জিনিস মল না মাড়িয়ে বড় মার্কেট
থেকে কিনি । একটা উদাহরণ দিই । গদিতে
জামার / শালোয়ারের /ড্রেস ম্যাটিরিয়ালের
দাম মিটার প্রতি ৩০/- থেকে ৩৫/- পড়ে ।
সেই জিনিস আমি যখন কিনি তখন
সেটা খুচরো দোকান থেকে ১০০/১৫০/
২০০ টাকা দিয়ে কিনি ( GTS এর আগের
কথা ) । কিন্তু সেই গদির জিনিসপত্র
যেই দু বা তিন হাত ফেরত হচ্ছে তখনই
দাম বাড়ে কারণ আমি ৩০/- দিয়ে কিনতে
চাইলে গদিওলা আমাকে ৫০/১০০/১৫০
মিটার কিনতে বলে । কোয়ানটিটির
ওপর দাম বাড়ে কমে । যে গদি ব্যবসায়ী
এক কোটি ইনভেস্ট করেছে সে আমাকে
কেন ৩০/- টাকা দরে মাত্র ১ মিটার জিনিস
দেবে । এটা এক রকম ব্যবসার কথা বললাম ।
সমস্ত ব্যবসার নেচার ভিন্নতর । আলু
আর দূধ এক নয় । দাম প্রিন্ট করা ব্যবসা
আর না প্রিন্ট থাকা প্রোডাক্ট । হাজার
রকম ভ্যারাইটি । বাঙালির মাছের দাম
পুকুরের বা সমুদ্রের গোড়ায় বসে ট্যাক্স
নিয়ে দাম খোদাই হবে কি তাহলে ?!! আলোচনা
চাইলে সারারাত লাগবে । সারাদেশে একবার
ট্যাক্স এই বিষয়টা চালু হলে ক্রেতার লাভ
কিন্তু এই দেশে এটা সম্ভব কি ? কংগ্রেস
চালু করতে পারেনি । এখন দেখার কী হয়
আমরা অথৈ জলে । পৃথিবীর বহু দেশে চালু
আছে দেখা গেছে সরকার আর ক্রেতার লাভ
বেশি । ব্যবসায়ীরা কী পরিমাণ লোটে আস্তে
আস্তে জনগণ টের পাবে তাই তাদের নাচন
বেশি । GTS এর সাফল্যের কারণে বিজেপির
লাভ বেশি । দেশের ইনকাম বেশি ব্যবসায়ীরা
তাদের হাতের মুঠোয় এবং সাফল্য তো এক
বছর পরে হলেও আসবে তাই রাজনৈতিক
লাভ বিজেপির । GTS যে দেশ চালু করেছে
তারা কেউ আর তুলে দেয়নি । ব্যবসায়ীরা
যে আসলে বিলহীন তুঘলকি ব্যবসা করতো
এতদিন তাই তাদের ভয় তারা জনগণের কাছ
বরাবর পৌঁছে দিচ্ছে । আজ বুঝতে না পারলেও
যে দেশে জিটিএস হয়েছে তাদের কল্যাণই
হয়েছে । পৃথিবীর বহুদেশে এই কর পদ্ধতি
চালু আছে । ভারতের বয়স সত্তর বছর কিন্তু
এখনও আমি এই ট্যাক্স ব্যবস্থা যে বুঝতে পারিনি
সে কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা কী দায়ি নয় ?
বুধবার, ২৮ জুন, ২০১৭
জিটিএস গদ্য
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু
#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...
-
বড় চমক, বাংলা থেকে এনডিএর-র উপরাষ্ট্রপতি প্রার্থী ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●● গত তিন বছর বিভিন্ন ইস্যুতে মমতা সরকারকে নিশানা করেছেন ব...
-
⛔ এটা ২৮ ডিসেম্বর, ১৯৯৭-এর 'বর্তমান' খবর কাগজ। বরুণ সেনগুপ্ত'র আগাগোড়া ১০০% সমর্থন তখন। জিতেন্দ্রপ্রসাদ এসে সোমেন মিত্রকে নিয়ে...
-
#অলোক_কুন্ডুর_লেখালিখি_ও_কবিতা #CoronavirusLockdown #COVID19PH #COVID19 #CoronavirusPandemic #coronavirus #ভিটামিন_সি ■ বিজ্ঞানী ইন্দুভূষণ ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন