বৃষ্টি ভেজা কাগজের ফুল / অলোক কুন্ডু
বৃষ্টিভেজা কাগজের ফুল
যেমন ছিলো তেমনি আছে ।
ইনবক্সে লিখেছিলে-- পাগল হয়েছো না কি
কাগজের ফুল কে বা কাকে দিয়েছে কবে শুনি ?
মেঘের পালক অশ্রুমাখা ঝিরঝিরে কোন জলে
সেদিনও বুঝি এমনি করেই বৃষ্টি হয়েছিল ।
ফুলের কথা ভুলেই ছিলাম প্রায়
কার জন্যে কোন মেলাতে
কিনেছিলাম তবে ?
এত বছর পর আর কী মনে থাকে !
সেসব যেন বৃষ্টি ভেজা ঝাপসা মতো কাচ
পুরনো এক বইয়ের মাঝে খুঁজে পাওয়া আজ
কী নামে যে ডাকি তাকে
মোটেও সে ফুল আকাশকুসুম নয়
সে ফুল তবে কুসুমকোমল হতেও পারে হয়তো ।
ভাবতে ভাবতে আকাশ খানায় ওলোট পালোট
বিকেল থাকতে সন্ধে ঘনিয়ে এলো ।
আর ঠিক তখনই
পাপড়িগুলি খুলতে শুরু করে দিল
একটা একটা করে
মধ্যে তার অলৌকিক এক আলো ।
ভাবতে আমি শুরু করি
কার জন্যে কোন মেলাতে তবে
কিনে ছিলাম এ ফুল আমি
ভাবতে ভাবতে বৃষ্টি ধরে গেছে
কোথায় যেন যাওয়ার বুঝি ছিলো
কোথায় বা আজ যেতে চেয়েছিলাম ।
সবকিছু সেই ফুলকে নিয়ে
এমনই আমি বেখেয়ালি হঠাৎ
দাঁড়িয়ে আছি চারপাশেতে হাঁটু সমান জল ।
এমন সময় পাশের বাড়ির ক্লাস ফোরের
তিন্নি বললো--আমি জানি ,
মনটা তোমার কেন এত খারাপ !
অবাক হয়ে জানতে চাইলাম
অতটুকু মেয়ের কাছে
তিন্নি বললো -- পরে বলবো
আগে বলো ফুলটা আমায় দেবে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন