মেঘ লাইনার / অলোক কুন্ডু
আকাশটা আজ অন্যরকম
মেঘলা সে এক রঙ করেছে
গাছগাছালি সতেজ কেমন
আমার মনেও গান ধরেছে
মেঘ লাইনার লাগিয়ে নিও
ঝাপসা সবুজ টাঙিয়ে দিও
এমন দিনে সিপিয়া টোনার
আমায় সবাই ভুল বুঝনা
© অলোক কুন্ডু
#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন