শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭

অলোক কুন্ডুর কবিতা

বাইবেল একটা কিনেছিলাম ( কবিতা )
অলোক কুন্ডু

কোথায় যদিও যাওয়ার ছিলো আজ
যেতে যেতে ফিরে এলাম
মনে পড়লো বাইবেল একটা কিনেছিলাম
পড়িনি এতকাল , গীতায় ছিলাম সীতায় ছিলাম
গীতবিতানের পাতায় ছিলাম
কোরান খানায় হাত ছুঁয়েছে কিছু
এত বইতো ঘরে ঘরে
কটা বই আর শেষ হয়েছে বল ?
মনে পড়লো বাইবেল একটা কিনেছিলাম
পড়িনি এতকাল , পড়েই বা কী হতো
গজা না হয় বোঝে রেপের মজা
না হয় সে মদ্যপ মজাদার
আমরা তবে সকাল থেকে করছিটা কী !
মনে পড়লো বাইবেল একটা কিনেছিলাম
গীতবিতানের পাতায় ছিলাম পড়িনি এতকাল ,
নিজের কথা নিজেই শুনতে থাকি
বাতি জ্বালাবো চার্চে যাবো না কি ?
কোথায় যদিও যাওয়ার ছিলো আজ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...