আমার ভুল / অলোক কুন্ডু
আমার ভুল তো চোখে পড়ে যায় ঠিক
অন্যের ভুল আরও বেশি টের পাই
কটু কথাও বলতেই হয় কাউকে
তবুও মানুষের সেবা করতে ভুলিনি
যে এসেছে কাছে দাঁড়িয়েছে দূরে দূরে
ফিরিয়ে দিইনি অচেনার মতো কাউকে
তবুও আমার ভুল হয়ে যায় কতবার
নিজেকে বুঝেছি জীবনের বহু মূল্যে
কারও ক্ষতি , এ বড় পাপ জীবনে
হরেক রকম মানুষ অতি দেখেছি
ইচ্ছাকৃত ভুল দেখে দেখে এইখানে
আমার ভুলেরও ক্ষমা নেই কোনদিন ।
© অলোক কুন্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন