হাওড়া জেলার বনেদী বাড়ির পুজো
(আমতা - ১ এবং ২ নং ব্লক )
1. ঝিকিরা - ঝিকিরা গ্রামে এবারও ৬ টি বাড়িতে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে । এগুলি হল - ১১৭৫ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত মৌদ্যগল্য গোষ্ঠীর পুজো , কাঁড়ার বাড়ির বড়ো ও ছোটো বাড়ির ২৫০ বৎসরের প্রাচীন পুজো , ২১২ বৎসরের চক্রবর্তী বাড়ির পুজো , ৩২০ বৎসরের ভট্টাচার্য বাড়ির পুজো এবং ১৭৫০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সরখেল বংশের পুজো ।
2. অমরাগড়ী - ৪০০ বছরের কাছাকাছি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসা গজলক্ষী মাতা এস্টেট দুর্গোৎসব এর কাজের প্রস্তুতি পুরোদমে চলছে ।
3. নারিট - নারিটের ভট্টাচার্য বড় বাড়ির ৪০০ বছরের বেশি এবং ছোট বাড়ির ৩৫০ বছরের পুরনো পুজো এবারেও চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে অনুষ্ঠিত করার জন্য আয়োজন চলছে ।
4. খড়িয়প - খড়িয়পের পুরনো বসুবাড়ির পুজো এবং নতুন বসুবাড়ির পুজো ২৫০ বছরের বেশি পুরনো । দুই বাড়িতেই চলছে এখন জোর প্রস্তুতি ।
5. রসপুর - সবচেয়ে বেশি পুরনো দুর্গাপুজো হয় রসপুরে । ৪৬০ বছরের বেশি পুরনো । এই পুজোকে সাতঘরের পুজো বলে সকলেই জানে ।
6. কানপুর - কানপুরে পালচৌধুরী এবং দে পরিবারের প্রাচীন দুর্গাপুজো এবারেও অনুষ্ঠিত করার জন্য চলছে প্রস্তুতি ।
7. জয়পুর - জয়পুরে বেশ কয়েকটি বাড়ির প্রাচীন দুর্গাপুজো এবারও অনুষ্ঠিত হবে । এর মধ্যে রয়েছে জাটি পরিবারের ৬৬ বছরের পঞ্চানন তলায় চক্রবর্তী বাড়ির শতাধিক বৎসরের পুজো এবং পূর্ব পাড়ায় মল্লিক বাড়ির ৮ বছরের পুরনো পুজো ।
8. জয়ন্তী ( ব্যাতাই ) - জয়ন্তী গ্রামের লাহা পরিবারের ৩৫০ বছরেরও বেশি সুপ্রাচীন দুর্গাপুজো পূর্ববর্তী বছরগুলির মতো এবছরও উৎসাহ উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত করার জন্য চলছে জোর প্রস্তুতি ।
9. গাজিপুর - গ্রামের বহু প্রাচীন ঐতিহ্যবাহী চ্যাটার্জী , ব্যানার্জী এবং মজুমদার পরিবারের দুর্গাপুজো জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত করার জন্য আয়োজন চলছে ।
10. বসন্তপুর - এই গ্রামের ঘোষপাড়ায় কার্তিক ঘোষের বাড়ির পুজো এবং চক্রবর্তী পাড়ায় রোহিনী চক্রবর্তীর বাড়ির প্রাচীন দুর্গাপুজো এবারও মহাসমারোহে অনুষ্ঠিত করার প্রস্তুতি চলছে ।