সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭

গুরুকূল :: অলোক কুন্ডুর কবিতা

গুরুকূল / অলোক কুন্ডু

সমতার বাণী বড় কঠিন সিলেবাসে
সংস্কৃত শব্দেরা যেন সাক্ষাৎ ভূতবাড়ি
ইতিমধ্যেই ইতিহাস মনে নেই আর
ভূগোল না পড়িয়ে যদি যৌন শিক্ষা দিতে
শরীর ভূগোল জটিল হতোনা আজ
দেখ যদি পারো সিলেবাস টেনে ধর
চাবুকের মতো শিক্ষিত কর আগে
জাতকের গল্প কেন বলোতো ওঠালে
সহজপাঠকে তো অকেজো করে রাখা
ধর্মের নামে বিদ্যাসাগর হাওয়া
গোপাল কী শুধুই হিন্দুর ছেলে হয়
গুলিয়ে তোমরা ফেলছো নিশ্চয় !
শিক্ষা শুধুই পরিকাঠামোয় বুঝলে
মাতৃ জঠরের গুরুকূল ভুলে গেলে
কার কোলে এত বেড়ে ওঠে সব শিশু
মেয়েরা থাকবে গুরুকূলে নির্ভয়
এইসব যদি এতদিন না বুঝে থাকো
এখনও সময় আছে হে বুদ্ধিমান
এখনও হিন্দু এখনও মুসলমান
এক সাইকেলে স্কুলে যায় ওরা ।
© অলোক কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...