সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮

Netaji Subhas Chandra Bose, Poetry of Alok Kumar Kundu

আমার সুভাষ  / অলোক কুন্ডু

আমার সুভাষ রাত পেরিয়ে
স্বদেশ ছাড়লো যেদিন
সেদিন থেকেই স্বাধীনতা বুঝি
কুয়াশা ঢেকেছে মুখ
আমরা বুঝিনি দলে দলে গেছি
নেতাজির ছবি বুকে
কদম কদম বাড়িয়ে দিয়েছি
প্রভাত ফেরির মুখে ।
যখন বুঝেছি দেরি হয়ে গেছে
ভুল হয়ে গেছে বেশ
উপঢৌকনে তেইশে জানুয়ারি
ভরিয়ে দিয়েছি ফুলে
রাশিয়ার জেল তাইহুক থেকে
জাপান কোহিমা ঘুরে
কমিশন তোমাকে লুটেপুটে নিয়ে
লালিপপ গেছে দিয়ে ।
উইপোকাতে খেয়ে গেছে সব
চাপানে-উতরে বেশ
শেষের দিনের খবর এসেছে
গোল্লায় গেল দেশ
বুকের বাতাসে শ্বাসপ্রশ্বাসে
এখনো প্রহর গণি
কদম কদম বাড়ায়ে যা
সেতো তোমার পদধ্বনি ।
© অলোক কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...