যেখানে দুয়ারে সরকারের ক্যাম্প হবে, সেখানে আগে নাম রেজিস্ট্রেশন করালে তারা একটি নম্বর ফরমের ওপর লিখে দিচ্ছেন এবং একটি সরকারি ছাপ দিচ্ছেন। সরকারি রাবার স্ট্যাম্পের ছাপটি যদি দিতে ভুলেও যান তবে আপনারা তা ওইখানে দিতে অনুরোধ করবেন। তার পাশেই ক্যাম্পের লোকেরা একটি স্বাক্ষর করে দেবেন। আপনিও বাড়ি ফিরে ওই নম্বরটি একটি আলাদা কাগজে যত্ন করে লিখে রাখবেন। "লক্ষ্মীর ভান্ডার প্রকল্প"-এর নির্দিষ্ট একটি টেবিল বা ক্যাম্প থাকবে, ওইখানে গিয়ে Form-টি চাইতে হবে। এরকম শোনা যাচ্ছে, তা হলো ভিড়ের ঝুঁকি এড়াতে, বহু জায়গায় আগেই থেকে কূপন দিয়ে দেওয়া হচ্ছে। তারিখ অনুযায়ী এসে বা কারও মাধ্যমে তারা পরে ফরম্ তুলে নেবেন। পরে নির্দিষ্ট তারিখে গিয়ে জমা দেবেন। আজ পর্যন্ত এইরকম দীর্ঘ কোনও লাইন কোনও কালেই দেখা যায়নি।
ধরে নেওয়া যেতে পারে গ্রামেগঞ্জে বিডিও অফিসে ও শহরে মিউনিসিপ্যাল বরো অফিস অথবা মিউনিসিপ্যাল অফিসে হবে এই ক্যাম্প। স্থানীয় প্রশাসন মনে করলে এই ক্যাম্প তারা যে কোনও বড় স্কুলেও বসাতে পারে। হচ্ছেও তাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন