বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

অলোক কুন্ডুর কবিতা : যখনই ভেবেছি তোমাকে

যখনই ভেবেছি তোমাকে শনাক্ত করবো
ঠিক তখনই তোমার নিরাশ প্রভুত্বগুলো
ছড়িয়ে গেছে গিল্টিকরা মানুষগুলোর মধ্যে ।
কারও বুকের পাটা তেমন নেই
যে তোমার খ্যাতনামায় জল ঢেলে দেবে !
শক্তিশালীতায় তুমি অথই
নিমেষেই আগুন কিংবা বন্যা
অথবা আরও বেশি কিছু ভয়াবহ
ছড়িয়ে দিতে পারো সাবলীল
মন্দ কলঙ্কগুলি সহজেই মুছে নিতে পারো ।
নিরুপম বিলাসীতার মোহে অভ্যস্ত
তোমার জীবনের উৎসমুখে
চাটুকারীদের বিভোর জনজোয়ার ।
তোমাকে শনাক্তকরণ অত সোজ নয়
খড়ির গন্ডির যাদুতে
তোমার প্রভুত্বের স্পর্শ খুঁজে নেয়
শুধুমাত্র জো-হুজুরের ডাক ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...