বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

অলোক কুন্ডুর কবিতা : তিলোত্তমাকে চিঠি

কোথায় যেন আলাপ তোমার সাথে ?
আজ আর সবটা মনে নেই
সত্যি কথা বলছি তোমায়
তিলোত্তমা তোমায় ভুলিনি ।
মোবাইল নম্বর হারিয়ে ফেলেছি কবেই
তবুও তোমায় চোখ বুজলে দেখি
কোথায় যেন বাড়ি ছিল তোমার ?
আজ আর সবটা মনে নেই ।
সত্যি বলছি তিলোত্তমা
কাল একটা চিঠি লিখেছি তোমায়
তিলোত্তমা হেসেই লুটোপুটি
-" এখন তো মেসেজ করতে হয় ! "

চিঠিটাকে নৌকো করি যদি
ভাসিয়ে দিই এই বৃষ্টির জলে
ভাসতে ভাসতে একদিন কি
পৌঁছবে না কাছে ?

( Translated by :
Miss Lopamudra Dey , GRF
Durgapur/Howrah)

Letter To Tilottama
*******************
Where did we meet first ?
I cannot recollect the details today
I am making a confession to you
Tilottama , I haven't forgotten you
Long since I had lost your mobile number
Yet, I can visualise your mystic image
Wherefore was your house ?
I cannot recollect the details today
Truly speaking Tilottama,
Yesterday , I wrote a letter to you
Tilottama, you burst into laughter :
" Now a days we send message ."

If the letter is made into a paper boat
and floated into the stream of rain water ,
Will it not reach you one day
Drifting down this flowing water ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...