বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

অলোক কুন্ডুর কবিতা : কিছু কথা বাকি থেকে গেল

কিছু কথা বাকি থেকে গেল
কিছু কথা বলা হয়নি
তার কথা শুনেছি যেদিন
চোখ ভিজে উথালপাতাল ।
সে কি তবে কিছু রেখে গেল
বকুলের গন্ধ ব্যথায়
যতখানি বুঝি দেখা যায়
সেই সব এখনো কুড়োই ।
সেই সব আলপনা যেন
ভিজে যায় রাতভর জলে
ফেলে দিতে যত চাই ফুল
কবিতা হয়েছে নিজেই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...