বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

অলোকের লেখালিখি

শোনা / অলোক কুন্ডু

বিশ্বাস কর ছাই আর না কর
ছোটবেলায় আলিপুর চিঁড়িয়াখানা থেকে
নিশুতি রাতে বাঘের ডাক উড়ে আসতো
তখন কলকাতায় বাঘের মতো
মানুষ ছিল সব ।
গঙ্গা পেরিয়ে খিদিরপুর থেকে চলে আসতো
জাহাজের ভোঁ ।
এই তো সবে চার বছর আগে
কারা যেন খুব করে বললো
টিভিতে কাগজে চায়ের দোকানে ।
সেই থেকে শোনা ৩৪ বছরের গল্প
কবে শেষ হবে গো এই সব ?
গতকাল সেলুনে চুল কাটতে গিয়েছিলাম
নাপিত সান্টুদা বললো
কানের কী দোষ বল
যা শোনাবে সবতো শুনতে হবে তোমাকে
যদি বল তো চুলের মতো কানটাও কেটে দি
সান্টুদার হাসি আর থামে না ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...