বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭

POETRY OF ALOK KUNDU : অলোক কুন্ডু-র কবিতা

হিংসে ভাসাই / অলোক কুন্ডু

সমস্ত রক্তের দাগ মুছে আলপনা দিলে
নীরবতাগুলি ভালোবাসা হয় ধীরে ধীরে
কেউ যদি থাকো কাছেপিঠে এসো রঙ নাও
চালগুঁড়ি গেরিমাটি যা আছে আমার এই
লক্ষ্মীর পায়ের ছাপও কল্যাণ স্বরূপ
রাতের আকাশজুড়ে যত আঁকাআকি দেখি
অবিকল শূন্যতার কাছে রঙ মাখামাখি
পৃথিবীর সভ্যতার কাছে কতকাল আঁকা
দেওয়াল দিয়েছে প্রাণে আলপনা প্রলেপ
ফকিরের গানে ফেরে যে সরল সত্যিগুলি
আজ তাকে বুকের মধ্যে রাখি । রক্ত মুছি
রাস্তাজুড়ে এঁকে যাই কলমকারি শুভ্রতা ।
© অলোক কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...