যে তুমি পূজারী রাজার / অলোক কুন্ডু
যে তুমি পুরোহিত রাজার
প্রতিমায় ফুল দাও জল দাও ঈশ্বরে
তোমার মন্ত্রপূত জল রাজার মাথায় দাও
প্রত্যেকটি মন্ত্র তোমার রাজাকে বাঁচাতে
প্রজার রক্ত মাখা হাত তোমার চরণ মাখে
তোমার প্রতিটি মন্ত্র উচ্চারণে
রক্ত চন্দন যেন রক্তের মতোই
তোমার চাদর মাখে প্রতিটি হিংসার উৎস
যে ধর্মে দীক্ষা নিয়েছে রাজা
রক্ত তাকে সাবলীল জানে
কিন্তু তুমিতো রাজা নও
যে তুমি পূজারী রাজার মন্দিরে চিরকাল
তবে তুমি ভন্ড এক রক্তে মাখামাখি ।
© অলোক কুন্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন