ইমোশনগুলো ট্যাগ হতে হতে
অলোক কুন্ডু
ইমোশনগুলো ট্যাগ হতে হতে
মেমরি কার্ডের ভাঁজে
কোটেশনগুলো এসএমএস হয়ে
জমতে জমতে পাথর ।
তিল ছিলো কি না তুলতুলে গালে
ডিজিটাল অনুভবে
অরিগামি "প্লেন" ততটা গিয়েছে
লাবডাব যত বুকে ।
জানলার কাঁচ ভিজেছিল কি না
ঝাপসা ঝাপসা নীরবে
ভাইব্রেড করা অনুভূতিগুলো
সাইলেন্ট ছিল মুখে
রেকর্ডেড যত রিপিট ভয়েস
হাতের মুঠোয় ঘেমেছে
মেসেজ বক্সে বরফ জমেছে
দূরত্ব কোনো শীতে ।
© অলোক কুন্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন