সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭

POETRY OF ALOK KUNDU :: অলোক কুন্ডু-র কবিতা

সরস্বতী ভাবিনি / অলোক কুন্ডু

যে তবে নিষ্ঠাভরে
ছেঁড়া কাগজ কুড়োয় প্রতিদিন
উকুনে ভর্তি এলোমেলো চুল
বালিকার রূপেগুণে
বই বলে কোনো বস্তু
তারও হয়তো কোনোকালে ছিলো
সরস্বতী তার কাছে
খুব জোর প্রেত কিংবা ধনীর পুতুল 

কোনোদিন ভাবেনি কেউ
সেও এক সরস্বতী বালিকা
ফুটপাতে রাত হলে টেনে ধরে
নিখাদ শরীর কাপালিকে
কান্নাগুলো গোঙানির মতো
প্রতিধ্বনি হয় হাহাকারে
সমস্ত শরীর বেয়ে রক্তস্রোতে
মন্দ তাকে ছেঁড়া বই দেয় ।

মাঘ মাসে সেও যেন শেখে কিছু
সরষে ক্ষেতের কাছে
নরক জঞ্জাল থেকে
উপচে পড়ে কিট গ্রাসের সমুখে
মলিনতা দায়ী করে
কিশোরী থেকে যুবতী সময়
সমূহ আলোর কাছে
তবু কেন তাকেই সরস্বতী ভাবিনি
© অলোক কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...