ভুলেছি / অলোক কুন্ডু
এই পথে এখন তো ঝলমলে আলো
ছায়া মাখা গলিঘুঁজি সেসব অতীত
হাঁটু জল জমে যেত ঝম ঝম জলে
তবু যেন পথ ছিল সলিলের গানে ।
এই মতো ছিল ঠিক আগের জীবন
পরে গিয়ে সেই পথ অচেনা পৃথিবী
সেইসব বাড়িগুলো সাদাকালো টিভি
চিনতে পারে না চোখ সে দোরের খোঁজ ।
ফ্ল্যাটবাড়ি লোকগুলো সব পাল্টানো
নতুন মানুষগুলো ঝলমল করে
চিলতে ফোনের মাঝে ব্ন্ধুর ঢেউএ
পুরোনোয় ঝাড়পোঁচ ভুলেছি কখন ।
© অলোক কুন্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন