সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

POETRY OF ALOK KUNDU : : অলোক কুন্ডু-র কবিতা

সব ফুল রেখেছি আঁধারে / অলোক কুন্ডু
( বৃষ্টি ভেজা কাগজের ফুল...থেকে)

পলাশকে ভালোবাসি বলে
গোলাপ পাঠাতে পারিনি কাল
কোনো ফুল পাঠাইনি আসলে
পাঠাতে চেয়েছি অনুভব ।

অনুভব কি পাঠানো সহজ
যদি না পাঠাতে পারি কথা
কথাও কি পাঠানো সহজ
সত্যতা বোঝাতে যদি না পারি ?

আঁধারের কাছে যদি যাই
আঁধার তো সব কিছু বোঝে
আঁধারে কি ফুল রাখা যায়
ফুলগুলি নেবে তবে কে ?

গোলাপ পাঠাইনি কোনোকালে
পলাশও পাঠাইনি আসলে
বিস্ময় জাগায় দুই ফুল । তবু
সব ফুল রেখেছি আঁধারে ।
© অলোক কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...