বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭

POETRY OF ALOK KUNDU :: অলোক কুন্ডু- র কবিতা

স্মৃতিটুকু পলাশ বনে / অলোক কুন্ডু

যতটুকু জীবনে পাওয়া
সেইটুকু দখিনা হাওয়া
তার বেশি চাইতে গিয়ে
হারিয়েছি কখন আমি
স্মৃতিটুকু খুঁজতে এসে
ফিরে  গেছে চুপকথারা
যে পথে যেতে যেতে ভুল
কুড়িয়েছি শুকনো ফুলে
ভাঙা চুড়ি তার কিছুটা
কাঁচ ভাঙা নিরালা দূরে
ঝনঝন শব্দের দোল
ততটুকু মাঘের শীতে
ততটুকু কাঁচ পুকুরে
চুলকাঁটা জং রঙেতে
ডুবেছে আলগা খোঁপা
স্মৃতিটুকু পলাশ বনে
© অলোক কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...