স্মৃতিটুকু পলাশ বনে / অলোক কুন্ডু
যতটুকু জীবনে পাওয়া
সেইটুকু দখিনা হাওয়া
তার বেশি চাইতে গিয়ে
হারিয়েছি কখন আমি
স্মৃতিটুকু খুঁজতে এসে
ফিরে গেছে চুপকথারা
যে পথে যেতে যেতে ভুল
কুড়িয়েছি শুকনো ফুলে
ভাঙা চুড়ি তার কিছুটা
কাঁচ ভাঙা নিরালা দূরে
ঝনঝন শব্দের দোল
ততটুকু মাঘের শীতে
ততটুকু কাঁচ পুকুরে
চুলকাঁটা জং রঙেতে
ডুবেছে আলগা খোঁপায়
স্মৃতিটুকু পলাশ বনে
© অলোক কুন্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন