এসো বসি কাছাকাছি ০০ অলোক কুন্ডু
যে আশাগুলো ইস্পাতের শক্তপোক্ত ছিল
ধীরে ধীরে পলকা কাঁচের মতো হয়ে আসে
স্বপ্নের চুনি-পান্নার দ্যুতিগুলো ক্রমশ ভাঙছে এখন
হাত ফস্কে পড়ে গেছে মূল্যবোধের যেটুকু সঞ্চয়
যা কিছু জমায় মানুষ বাঁচার আশায় অবিরল
গোপন টাকার চেয়ে আরও বেশি ভয়ংকর
সব থেকে কঠিন বুঝতে লাগে হে মানুষ
এই মতো আমার যত সাজানো নিকেল
তোমাকে বিলিয়ে দিই আমার দুহাতে
তোমারও কি ঘটেছে জীবনে এমন
এসো তবে সে সবকিছু বলি পরস্পর
নির্জনে কোথাও যাই বসি কাছাকাছি
© অলোক কুন্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন