বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭

POETRY OF ALOK KUNDU :: অলোক কুন্ডু-র কবিতা

আমার কাছে কলেজের গেট / অলোক কুন্ডু

আমার কাছে কলেজের গেট
এখন বুঝি বা ' লোরকা '
কে যেন বলছে -- 
" রক্ত জমে যাচ্ছে হে হাতের শিকল খুলে দাও "
সুনীলের সাথে তারাপদ নেই শক্তিও নেই টলমল
শরৎ কবিকে চিনে নিতে হলে
যেতে হলে যাবো গোলপার্ক
হ্যাংরির কবি দেবীদা আজও দেখা হলে যেতে বলেন
কবি আড্ডায় ছবি ঘরে ঘরে পার্বতীদা নেই আর
ধর্মনারায়ণ চলে গেলে কত কেঁদেছি টেম্পারায়
রাজারানী আঁকা রবীন মন্ডল এখনও স্বপ্ন দেখান ।
© অলোক কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...