আজকের কবিতা / অলোক কুন্ডু
সকাল থেকেই সব ঘর থেকে ঘরে
সেপাইয়ের বুট থেকে দরজায় ঘা
সারাদিন পড়েছিল শহীদের লাশ
ওপারের কান্নাজল এপার ভূমিতে
মুখ থেকে কেড়ে নেওয়া বাংলা ভাষা
বেবাক পড়েছিল সমস্ত দুপুরে
গনগণে আঁচে পোড়া মাতৃ ভাষণ
অন্ধকার নিষ্প্রদীপ শহরজুড়ে
ধর্মের ধ্বজা তোলা দেওয়ালের কানে
কান্নারোল এপারে আজও ভেসে আসে
বুলেট লাঠির মারে শহীদের পাশে
মা আর মাতৃভাষা সারাক্ষণ বসে
© অলোক কুন্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন