মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭

Poetry of Alokkundu1302 ::: অলোক কুন্ডুর কবিতা

সেদিনের কথা / অলোক কুন্ডু

সকাল থেকেই মনে পড়ে যায় উত্তাপে
সেপাইয়ের বুট এলোপাথাড়ি দরজাতে
শহীদের লাশ সারাদিন ধরে রাস্তাতে
ওপারে কান্না এপার ভূমিতে আছড়ালো ।
বাংলা ভাষার শব্দের তেজ যত বাড়ে
বেবাক দুপুরে লাশগুলো সব পড়েছিল
পুড়ছিল কার মায়ের জঠর গনগণে
শহরজুড়ে নিষ্প্রদীপ অন্ধকার ।
দেওয়াল ছিল ধর্মের নামে মাঝখানে । তবু
কান্নার জল এপারে আজও ভেসে আসে
রক্তময় বুকফাটা সে এক একুশে
মা আর ভাষা লাশ নিয়ে আজও বসে থাকে ।
© অলোক কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...