শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

অলোক কুন্ডুর কবিতা

যা কিছু লিরিক  / অলোক কুন্ডু

যা কিছু লিরিক ধরে সুর কর গানে
সে গান উজল তখন সাধন গুণে
সবকিছু অবান্তর তাও একদিন
যত বেশি মেশামিশি ততই অসুখ ।
মানব জীবনে তার এই পুরস্কার
কখনও তোমাকে ঘিরে আলোর শোভা
বিবেচনা বিকৃত কখনো আঁধার করা
কি তবে অসুখ এই পরিচর্যাহীন  ?
যতই বাড়াও বিবেক হত্যা তোমার
দগ্ধ বিচারে তুমি তুচ্ছতায় ভরা
সমস্ত সাধনা তখন নষ্টতাময়
কোথায় খুঁজতে যাও ন্যায়ের বিচার ।
© অলোক কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...