এইটুকু ফিতে / অলোক কুন্ডু
এইটুকু ফিতে যেন কেউ দিয়েছিল
কমপড়া সে ফিতেতে মাপের হৃদয়
এতটুকু টানি যদি দুদিকেই ছোটো
সেই থেকে বিবেকের মাপে প্রজাগিরি ।
জীবনযাপনে যত অমঙ্গল ক্ষত
নির্বিচার লাঠির ঘায়ে যন্ত্রণা কাতর
জীবনের সত্যগুলি হারাতে হারাতে
কমপড়া ফিততে আহত বিবেক ।
আজ যেন সব কিছু অবলম্বন শব্দ
অন্তর্ঘাতে বিপর্যস্ত চিন্তার জগৎ
ভীতু ভীমে নিজেকে অভ্যস্ত করেছি
হাত থেকে পড়ে গেছে বিবেক যন্ত্রণা ।
© অলোক কুন্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন