শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

Poetry of Alok Kumdu ::: অলোক কুন্ডুর কবিতা

আজ দোটানায় / অলোক কুন্ডু

রঙগুলো সব ছড়িয়ে দিলেই 
নদীর জলের সাতরঙা ঢেউ
আলোর আদর চাঁদের দেখায়
বসন্ত আজ ভীষণ দারুণ ।

আজ দোটানায় এমন রূপে
বাইরে জলের রূপকথা আঁক্
হ্যান্ডমেডে সব জলরঙা মুখ
রঙের দোদুল কার বুঝি সুখ ।

ভিজছে এখন আলগা আঁচল
উতল শাড়ির জামদানি রূপ
ছাতার ফুলেও রঙিন জলদ
রঙ ভেসে যায় এমনি অরূপ ॥
© অলোক কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...