মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

Poetry of Alok Kundu :: অলোক কুন্ডুর কবিতা

সলমন উঁকি মারছে / অলোক কুন্ডু

জানলার সামনে বড় রাস্তা
ওপারে বন্ধ জুট মিলের লম্বা চওড়া দেওয়াল
রোজ দেওয়ালের ছেড়া পোস্টার থেকে
সলমন খানের বাইসেপ দেখে মেয়েটি কলেজ যায়
ঠিক তার সামনেই কে যেন
আজ একটা আটছয় বেডকভার শুকোতে দিয়েছে ।
বেড কভারের মাঝ বরাবর ছেড়া গর্ত
সলমনের হাসি মুখ উঁকি মারছে
মেয়েটা সলমনের উদ্দেশ্যে কিছু কথা ছুড়ে দিলো
পরশুর বৃষ্টিতে পোস্টারের একটা কোন খুলে গেছে
হাওয়ায় সলমনের হাসিটা আরও উড়িয়ে নিচ্ছে
এখনও ম্যায়নে প্যার কিয়ার সরল হাসি
নিজের চুলটায় একটা পনিটেল করলো মেয়েটা
গাডার সেঁটে দিল ঝটপট
চোখের নীচে কাজলটা একটু গাঢ় করে দিল
মুখটা একবার আয়নায় দেখে
একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করলো
পরক্ষণে জানলার কাছে গিয়ে হাসলো সলমনের দিকে
একটা উড়ন্ত চুম্বন হাওয়ায় ভাসতে ভাসতে চলে গেল
লা লা করতে করতে সিঁড়ি দিয়ে রাস্তায় - মা আসি 
  ইউনিয়নের দাদারা বলে দিয়েছিল
দোলের পর হোলী হবে জবরদস্ত
বাসস্টপে যেতেই একটা বাস পেয়ে গেল মেয়েটা
ভিজে বেডকভারের ছেড়া গর্ত দিয়ে
সলমন উঁকি মারছে
মেয়েটা বিড়বিড় করলো --বাই-টা টা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...