শনিবার, ২৫ মার্চ, ২০১৭

POETRY OF ALOK KUNDU :: অলোক কুন্ডু

♥♡○ ওই মেয়ে  তুই  যাবি কি  না বল  ○♡♥

□●□ অলোক কুন্ডু  □●□

□●□●□●□●□●□●□●□●□
ওই মেয়ে  তুই  যাবি  কি  না বল ?
আকাশ  ভেঙ্গে বৃষ্টি উঠোনময়
এখানে আজ বৃষ্টি হল ,বাজ পড়লো
আরশি  ভেঙ্গে গেল বুকের  কাছে
জলমগ্ন নাউ ছেড়েছি 
মাঝ দরিয়ায় যদি যেতে চাস
বলবো মেঘের  কাছে
ঝরো ঝরো
বৃষ্টি বারোমাস l
ওই মেয়ে  তুই কোথায় আছিস বল
জলেতে আজ নাউ ছেড়েছি
চুল উড়িয়ে  আমার সাথে চল l
না হয় আছিস এলোমেলো
আটপউরে ঘাগরা পরে ,
সাজটা না হয় ইতস্তত
মাঝ দরিয়ায় অনেকটা আজ জল l
দূরদেশে ওই মেঘলা আকাশ
আজো তেমন অভিমানী
ডাকলো তবু যেন
ডাকলো বৃষ্টি দুপুর  বেলা
বাজলো নূপুর  রিনিঝিনি
আমার কি  আর  দোষ  আছে  তুই  বল ?
দীপদানিতে কাজল আছে
যেমন  খুশি  লাগাস  তবে
যেমন  খুশি  বাজাস  নূপুর 
মাঝ  দরিয়ায় চল  I
□●□●□●□●□●□●□●□●□●□●□
© অলোক কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...