আজও তত কষ্টের / অলোক কুন্ডু
চেষ্টা যত করি লেখা হয়ে ওঠে কম
আজকের লেখা কালকে বহরে ছোট
সকলের লেখা পড়তে পড়তে ভাবি
কিছুই তো লেখা হলনা সারাজীবন ।
প্রতিবাদে যদি লাভালাভ ভল্ট খায়
নীল লাল রঙ সবুজ গেরুয়া আরো
এই সব রঙ পতাকা বাহিত হয়ে
সব লেখাগুলো পড়ে থাকে জঞ্জালে ।
আমার কী লাভ এত কচকচানির
যারা পারে তারা খির খাক রাজসিক
বঞ্চনাগুলি শোকের মতো আছড়ায়
শত্রু কখনো পেছন ছাড়েনা জীবনে ।
হা-হুতাসগুলি বেলুনের মতো সৌখিন
বেদনাগুলোকে ছুঁয়ে দেখি বুঝি রোজ
মিছরির ছুরি দেখেও চেনা যায়নি
তবু পরের দুঃখ আজও তত কষ্টের ।
© অলোক কুন্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন