নারী / অলোক কুন্ডু
সবার উঁচু আমার মাকে দেখেছি যেদিন থেকে
সেদিন থেকেই নারীর অর্থ আকাশ ছুঁতে চায় ।
আর এক নারী ঘরের মধ্যে সামান্য হয়ে থাকে
সেও আমার অনেক দোষকে ঢেকেঢুকে রাখে ।
এই জীবনে অনেক নারীর অনেক অবাক সঙ্গ
সবটুকু তার চার দেওয়ালে ছবির মতো যেন ।
সবার কাছে ঋণ নিয়েছি দু হাত পেতে অঢেল
বাড়তে বাড়তে সে ঝণ আমার আকাশ ছুঁয়ে দিল ।
© অলোক কুন্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন