সব দুঃখ পাষান তবু
অলোক কুন্ডু ©
একটি শোকের দিন গেলে
কষ্টগুলো ঠিক জমা হয়
কতজন অচেনায় তবু
সব মৃত্যুই দুঃখিত করে ।
গানগুলি রক্তের ধারায়
রাজপথে শুকিয়েছে কাল
সারারাত সুরের বিস্তারে
কালশিটে দাগ দগদগে ।
কালকেই ধুয়ে নেব ঠিক ,
অমরত্ব গানের ভূবনে
গায়কীর মৃত্যু তবু নেই
সব শোক পাষানের মতো ॥
( alokkundu8337037004)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন