আমার গণতন্ত্র / অলোক কুন্ডু
আমার গণতন্ত্র কোথায় কতটা দামি
চাপা সন্ত্রাস বাড়ি বাড়ি এসেছিল
এইভাবে যদি গলা চেপে ধরো আজ
নরকও আসবে এইখানে সুখ পেতে
কানে দুল আর বারমুডা বেকারের
আমার স্বাধীনতা হয়তো সেকালের
এভাবেই এখন ভ্রম বাড়ানোর কৌশল
মেরুদন্ডে মরচে পড়েছে অবিরল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন