বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭

অলোক কুন্ডুর কবিতা Poetry of Alok Kumar Kundu

আমার গণতন্ত্র / অলোক কুন্ডু

আমার গণতন্ত্র কোথায় কতটা দামি
চাপা সন্ত্রাস বাড়ি বাড়ি এসেছিল
এইভাবে যদি গলা চেপে ধরো আজ
নরকও আসবে এইখানে সুখ পেতে
কানে দুল আর বারমুডা বেকারের
আমার স্বাধীনতা হয়তো সেকালের
এভাবেই এখন ভ্রম বাড়ানোর কৌশল
মেরুদন্ডে মরচে পড়েছে অবিরল ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...