রবি কবি / অলোক কুন্ডু ©
নিস্তব্ধ চিলেকোঠায়
জৈষ্ঠের দুপুরে
কিশোরবেলায়
কতবার আমিও তো সেজেছি দই অলা
কখনো অমল
সেই থেকে সুধার পায়ের মল
দূর থেকে অবিরত আজও বাজে কানে ।
তুমি বুঝি দিয়েছিলে অমোঘ স্পন্দন
ছেলেবেলার সে নাটক -- পঁচিশে বৈশাখ ।
তোমার সৃষ্টির উথালপাথালে
কৃষ্টির উদার মিছিলে বেমানান বেগানা আমি
কখনো আঘাত এমন যে
সমস্ত অশ্রু নিয়ে তোমার ছবির কাছে গেছি
আর্তনাদ করিনি এতটুকু হে প্রভু
যতটুকু পারি সেইটুকু উচ্চারণে
এত জল ভরে যায় চোখ যে বোঝানো যায়না কিছুই
সেইটুকু শুধুমাত্র আমার সে পঁচিশে বৈশাখ ।
এইভাবে চলে গেছে মিলের চাকরিটুকু
রাজা এসে চলে গেছে কতবার
সত্তর বছরের কাছাকাছি
যতটুকু স্বাধীনতা জোগাড় করেছি নিজে
সেইটুকু তোমার শেখানো
সেইথেকে ছিন্নপত্র , প্লাস্টিক আবৃত ছবি
ফিরি করি বনগা লোকালে
সেই থেকে --
কন্ঠে নিলেম গান ,আমার শেষ পারানির কড়ি...
তোমার কাছে বাঙালির আজ এ কেমন স্বাধীনতা
অথচ যে মানুষটি চেয়েছিল
শুধুমাত্র তোমার গানের স্বাধীনতা
একটা অন্তত গিটার বাজুক
দেয়নি বাঙালি তোমাকে বাজতে তেমন
সে হা হুতাস বুকের কাছে অশ্রুমগ্ন আজও ।
ঘরে আমার অমল আছে
জ্বরে তার গা পুড়ে যাচ্ছিল কাল রাতে
কে বা তার খবর রেখেছে বলো
কেবল চ্যানেল থেকে পাড়ার প্যান্ডলে
ছিন্নপত্র বিক্রি হলে
কবিরাজ বা ডাক্তার নিয়ে যাবো ঠিক
বলেছি ওর মাকে
তাইতো করেছি সুর চুরি --আমার শেষ পারানির কড়ি
কখনও কামরা থেকে কামরায়
বই চাই ভালো বই বই চাই ভালো বই
রবি কবি রবি কবি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন