তোমাদের মানুষ কে কে বলে / অলোক কুন্ডু
যে তোমরা বর্বরতাকে তোল্লাই দাও
পায়রা উড়াও কত গ্যালারী জুড়ে
ঢাউস কবিতা পড় মঞ্চ থেকে মঞ্চে
লিটল্ ম্যাগের পাতায় উড়াও মস্ত ফানুস
কিংবা টাটকা গোলাপ ভাসাও নিস্তরঙ্গ জলে
দেখি রবীন্দ্র গানের বাণীতে প্রাণ ঢেলে দাও
প্রেমের বাণী দিয়ে স্বামীজিকেও কখনও কাছে টেনে নাও
কিন্ত রক্তের বেলায় মাপো - শুধু রাজনীতি
বলোতো তোমাদের মানুষ কে কে বলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন