একটা কবিতা শুধু তাকে ছুঁয়ে রাখে / অলোক কুন্ডু
একটা কবিতা শুধু আমাকেই জানে
একটা কবিতা শুধু সেই মনে রাখে
একটা কবিতার পথ দার্জিলিংয়ে দেখা
একটা কবিতা আমার কলেজে রাখা ।
অনর্গল শুনে যাই আমারই কবিতা
যতবার দেখা হয় অবাক হয়েছি
উনিশ বছর ধরে মনে রাখা যায় !
একটা কবিতা মাপে বয়সের ঝড়
একটা কবিতা জানে আমি স্বার্থপর
একটা কবিতা শুধু তাকে ছুঁয়ে রাখে
সিঁদুরও যতটা জানে কবিতাও জানে
একটা কবিতা ঘোরে কুয়াশা যেখানে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন