আমার ভুল / অলোক কুন্ডু
আমার ভুলটা বুঝে নিতে পারি সহজে
অন্যের ভুল আরও বেশি টের পাই
কটু কথাও তো বলতেই হয় কখনো
তবুও মানুষের সেবা করতে ভুলিনি ।
যে এসেছে কাছে দাঁড়িয়েছে দূরে ভিন্ন
ফিরিয়ে দিইনি অচেনার মতো তুচ্ছ
তবুও আমার ভুল হয়ে যায় কতবার
নিজেকে বুঝেছি জীবনের মহামূল্যে ।
কারও ক্ষতি , এ বড় পাপ জীবনের
ভালোকাজেতেই আছি বরাবর হয়তো
হরেক রকম মানুষ সঙ্গ নিয়েছি
দেখেছি হাজারো ধান্দার কত যত্ন ।
ইচ্ছাকৃত ভুলগুলি যখনই ধরেছি
অসহিষ্ণুতা ভয়াবহ রূপ নিয়েছে
তবু আমার ভুলেরও ক্ষমা নেই কোনদিন
ভুলের মাসুল গুনি যদি আজ দীর্ঘ ।
© অলোক কুন্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন